Sep 9, 2016

বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনার ছবি প্রতিযোগিতা

চলছে উইকি লাভস মনুমেন্টস ২০১৬।
১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর।

উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ ২০১৬ প্রতিযোগিতা
এই ইভেন্টটি বৈশ্বিক। আনন্দের বিষয় পঞ্চাশোর্ধ দেশের সাথে বাংলাদেশও এই ইভেন্টে অংশগ্রহণ করছে এ বছর।
অংশগ্রহণকারী দেশগুলোতে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। উইকি লাভস মনুমেন্টসের লক্ষ্য হচ্ছে সেসব ঐতিহাসিক নিদর্শনের ছবি তোলা, এবং তা উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করা; যাতে অন্যরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই সেগুলিতে প্রবেশাধিকার লাভ করতে পারে।
আপনার আশেপাশে এমনকি হঠাৎ করে কোথাও ঘুরতে গিয়ে আপনার চোখে ধরা পড়া যাওয়া স্থাপনা, ভাস্কর্য, সৌধ, মসজিদ, মন্দির, ধ্বংসাবশেষ ইত্যাদির ছবি তুলে ফেলুন চটপট।
আপলোড করে দিন উইকিমিডিয়া কমন্সে।
এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ ছবি আপলোড হয়েছে। অংশগ্রহণ করেছেন ৫৪ জন।
আপনিও করুন। এ সম্পর্কে সামাজিক মাধ্যমে জানাতে #WLMBangladesh হ্যাশট্যাগ ব্যবহার করুন।
ছবিতে কোনো প্রকার জলছাপ, নাম, সিগনেচার ইত্যাদি ব্যবহার করা যাবে না। এই লিঙ্কে ইভেন্টের বিস্তারিত দেখুন। যেকোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।
আপনার অবদান আপনার দেশের ঐতিহ্যকে তুলে ধরলে তা প্রজন্মের জন্য উপহার। বিশ্বপটে দাঁড়ানোর শক্তি।
আমাদের উইকি তো আমাদেরই গড়তে হবে। ইংরেজরা এসে গড়ে দিয়ে যাবে না। তাই না? :D