Sep 9, 2016

চৌম্বক ক্ষেত্রকে (Magnetic Field ) কেন B সাইন দিয়ে প্রকাশ করা হয়?

Magnetic Field (চৌম্বকক্ষেত্র) কেন B দিয়ে প্রকাশ করা হয়? কে এই প্যাঁচ লাগাল?   


বিভিন্ন বৈজ্ঞানিক টার্মগুলোকে যখন প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তখন আমরা ওই টার্মের আদ্যাক্ষর ব্যবহার করে প্রকাশ করতে দেখি। সাধারণত তাই হয়। 

চৌম্বক ক্ষেত্রের প্রতীক প্রদান করেন তড়িৎচুম্বকীয় তত্ত্বের আবিষ্কর্তা স্কটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎচুম্বক সম্পর্কিত কাজের ক্ষেত্রে অনেকগুলো ভেক্টর রাশি নিয়ে কাজ করতে হচ্ছিল ম্যাক্সওয়েলকে। বিভিন্ন সমীকরণে ও ব্যাখায়-বর্ণনায় প্রতীকের সুবিধা আমরা জানি। তড়িৎচুম্বকত্ত্বের সাথে সম্পর্কিত এমন ৮টি ভেক্টর রাশিকে তিনি alphabetically A থেকে H পর্যন্ত নাম দিয়ে কাজের সুবিধার্থে ব্যবহার করেছিলেন।
এর মধ্যে চৌম্বক ক্ষেত্রকে দিয়েছিলেন B প্রতীক।
পরবর্তীতে এটাই বহুল প্রচলিত হয়ে ব্যবহার হচ্ছে, আর একারণে চৌম্বক ক্ষেত্রের গায়ে প্রতীক হিসেবে B সেঁটে গেছে।
যে ৮টি প্রতীক তিনি ব্যবহার করেছিলেনঃ

* Electromagnetic momentum at a point: A   [ এখন একে বলা হয় vector potential ]
* Magnetic induction(চৌম্বকীয় আবেশ):    B        [ সাধারণত একে magnetic field বলা হয়ে থাকে ]
* Total electric current: C
* Electric displacement: D
* Electromotive force (তড়িচ্চালক বল): E
* Mechanical force: F
* Velocity at a point: G
* Magnetic force: H              [সাধারণত বলা হয়ে থাকে magnetic intensity বা তড়িৎচৌম্বক তীব্রতা ]

A, B, D, F আর H এর ব্যবহার বেঁচে গেছে, গেঁথেও গেছে। কিন্তু, C আর G ম্যাক্সওয়েলকে বিদায় জানিয়েছে! E পরিবর্তিত হয়ে E এর মত আরেক বর্ণ ℰ(curly e) ব্যবহৃত হয় তড়িচ্চালক বলের প্রতীক হিসেবে। এই সুযোগে তড়িৎক্ষেত্রের(Electric Field) একক হয়ে গিয়েছে E.

No comments:

Post a Comment