Sep 23, 2021

বাংলা দ্রুতপাঠশালা

আপামর মানুষের জন্য অন্যান্য সর্ব অনলাইন ঘণ্টের মত বাংলার কোনো পাঠ্যও ইন্টারনেটের পরিবেশ অনুযায়ী গুগলের অ্যালগোরিদমে ছড়ি ঘুরে থাকে। যা লোকে বেশি পড়বে মোটাদাগে তাই অন্যান্য সকলের চোখে। অন্যায় যে কিছু নাই এতে সে সন্দেহ করি না। তবে এর ফলে যা আসলে আসতে পারত নজরে, বা পারতপক্ষে সুপাঠ্য হওয়া উচিত ছিল, সেসকল ওয়েবসসাইট পড়ে থাকে প্রতিযোগিতার মাঠের বাইরের প্রতিযোগী। 

আমি কোনো রেটিং-বিশেষ তালিকা দিচ্ছি না। দিচ্ছি না কোনো পরামর্শও। নিজের খেয়াল খুশির কতগুলি সাইট তুলে রাখা আর কি। সব সাইট তোলা হবেও না, কিন্তু আড়াল-পড়া কতক সাইটগুলো একটা ডায়েরিতে অন্তত স্মরণ করে পড়ার সুযোগ পাবে। আলস্যবশত শংকা অবশ্যই আছে, এই পাতাটি খুব বেশি হালনাগাদ করা হবে না। কেন করব? 

থিয়েটারওয়ালা
THEATREWALA

থিয়েটার করতে পড়তে হয়

গুরুচণ্ডা৯
শুধু ওয়েবসাইট না, কাগজও আছে। কলকাতার। 


শৈলী 



শিশির ভট্টাচার্য্যের ব্লগ 


মুক্তাঙ্গন


শুদ্ধস্বর
বিশেষ দ্রষ্টব্য: অনুবাদ বিভাগ রয়েছে। 

No comments:

Post a Comment