
ব্যস্ত নগর ব্যস্ত শহর
ব্যস্ত মানুষজন
কোথায় যাচ্ছে, কোথায় যাবে
একলা আমার মন।
উড়ছে পাখি, উড়ছে মেঘ
উড়ছে হাওয়ায় তুলো
উড়ে বেড়ায় চোখের ভেতর
রঙিন সেদিনগুলো।
ব্যস্ত নগর ব্যস্ত শহর
ব্যস্ত মানুষজন
কোথায় যাচ্ছে, কোথায় যাবে
একলা আমার মন।
ইটের পরে ইটে গড়া
হাজার অটালিকা
স্বপ্ন আমার দূরের আকাশ
মিথ্যে মরীচিকা।
উড়ছে পাখি, উড়ছে মেঘ
উড়ছে হাওয়ায় তুলো
উড়ে বেড়ায় চোখের ভেতর
রঙিন সেদিনগুলো।
ব্যস্ত নগর ব্যস্ত শহর
ব্যস্ত মানুষজন
কোথায় যাচ্ছে, কোথায় যাবে
একলা আমার মন।
ছায়াছবি: নিরন্তর
হুমায়ূন আহমেদের জনম জনম উপন্যাস অবলম্বনে নির্মিত।
No comments:
Post a Comment