বইতে থাকুক অদ্রির প্রহরস্রোত, আমি যেন গাইতে থাকি স্রোতের মুখে...
লুই আই কানের বিশ্ববিদ্যালয়। কতটা ঘোরা যায় দেখি। বাইরে বৃষ্টি পড়ছে, নিভৃতে অনেক কল্পনা খেলে যায়। পেনের সাইটে দেখি তাদের নামে সৃষ্টির গল্প- Pennovation Works.
কত সাবলীলতায় Proper Noun হয়ে যাচ্ছে Abstract Noun.
আমার কাছে প্রশ্ন জাগে, আমরা কতটা SUSTain করব? কে জানে? তবুও ভাবি একদিন বুকে অনেক দম এসে জমবে।
ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম
ডিপার্টমেন্টের কেউ একজন বড়ভাই (ক** চ***) টিএ হিসেবে চান্স পেয়ে গেল, আমার বিশ্ববিদ্যালয় থেকে। আগস্টে জয়েন, ২২০০০ ডলার বাৎসরিক স্কলারশিপ। কাজের ক্ষেত্র নন লিনিয়ার অপটিক্স। হিসেব রাখি। খায়েশি হিসেব।
এখানটায় একজন প্রিয় লোক আছেন। আমাদের ঘরের ছেলে। বাংলা উইকিপিডিয়ার প্রাথমিক প্রতিষ্ঠাতা। শিক্ষক ডট কমের প্রতিষ্ঠাতা। প্রফেসর ড. রাগিব হাসান। [স্কলারে] [লিঙ্কডইন]
ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম
ডিপার্টমেন্টের কেউ একজন বড়ভাই (ক** চ***) টিএ হিসেবে চান্স পেয়ে গেল, আমার বিশ্ববিদ্যালয় থেকে। আগস্টে জয়েন, ২২০০০ ডলার বাৎসরিক স্কলারশিপ। কাজের ক্ষেত্র নন লিনিয়ার অপটিক্স। হিসেব রাখি। খায়েশি হিসেব।
এখানটায় একজন প্রিয় লোক আছেন। আমাদের ঘরের ছেলে। বাংলা উইকিপিডিয়ার প্রাথমিক প্রতিষ্ঠাতা। শিক্ষক ডট কমের প্রতিষ্ঠাতা। প্রফেসর ড. রাগিব হাসান। [স্কলারে] [লিঙ্কডইন]
নিজের ইউনিভার্সিটির সাইট দেখে চোখ সয়ে গেছে। সেরা দশের (USA#4) এই বিশ্ববিদ্যালয়ের সাইটে ঘুরতে গিয়ে যেন বিপদে পড়ে গেলাম। পাতায় পাতায় এত পড়ালেখার কথা কেন?
কে করে এগুলো? লিডার পেইজে কিনা সাতজন নোবেল লরিয়েটের নাম!
কি আশ্চর্য! আমার দেশের নেতারা তো কখনো নোবেল পাবেন না। যারা পেয়েছেন বা পেতে পারেন তাদের তো আবার আমরা নেতা বলি না! আমাদের নেতারা 'নেতা' আমাদের সংজ্ঞায়!
তাদের 'নেতা'দের জন্য সংজ্ঞায়ন করতে হয়নি, বিশ্ব মেনে নিয়েছে।
* সাইটে রিসার্চ সেকশন অবশ্য পাঠ্য।
No comments:
Post a Comment