১৫ই জানুয়ারি থেকে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলছে উইকিপিডিয়ায় তথ্যসূত্র সংযোজন ইভেন্ট।
আপনার আমার মত লাখো মানুষের সৃষ্টি বিশ্বের সর্ববৃহৎ এই বিশ্বকোষের। আগস্ট '১৬ এর হিসেব অনুযায়ী উইকিমিডিয়ার মাসিক পেইজভিউ ১৫.৭ বিলিয়ন। শুধুমাত্র ইংরেজি উইকিপিডিয়ার পেইজভিউ হয়েছে ৭.৮ বিলিয়ন। প্রতিদিন তৈরি হচ্ছে বিভিন্ন ভাষার ১১,০০০ নিবন্ধ পাতা।
উইকিপিডিয়ায় নিবন্ধ পড়ার সময় আপনারা কোনো কোনো জায়গায় [citation needed] বা [তথ্যসূত্র প্রয়োজন] ট্যাগ দেখে থাকবেন। অর্থাৎ যেখানে কোনো তথ্য বা বর্ণনা প্রদানের পর নির্ভরযোগ্য তথ্যসূত্র সংযোজন করা হয়নি।
যেহেতু শুন্য বাইট থেকে শুরু করে যেকোনো আকারের সম্পাদনাই উইকিপিডিয়াতে হয়ে থাকে এবং এটি একটি চলমান প্রক্রিয়া তাই পাঠকেরা যার জানা থাকবে অমুক তথ্যের ব্যাপারে তার তথ্যসূত্র সংযোজনের আশা করা হয়। কারণ, এটি একটি crowdsourcing effort.
লাইব্রেরির সাথে উইকিপিডিয়ার আজীবন সখ্যতা। লাইব্রেরির মানুষগুলোও তাই উইকিপিডিয়ার সখী-সখা। তাদের কাছে তাই আহ্বান যেখানে ট্যাগ দেয়া তথ্য আছে তাদেরকে ধরিয়ে দিন নির্ভরযোগ্য তথ্যসূত্রের কাছে। :)
এই ইভেন্টটিতে উইকিপিডিয়া লাইব্রেরি তথ্য সংযোজনকে গুরুত্ব দিয়ে একটি সময় বেঁধেছে। সারা বছরই কাজটা করা যাবে, কিন্তু আগুনে ফুঁ দিয়ে দেয়ার ব্যাপারও তো থাকে। এজন্যই আমরা মানুষেরা বছরজুড়ে নানান দিবস পালন করি।
এই সংশ্লিষ্ট সম্পাদনায় সম্পাদনা সারাংশে #1Lib1Ref হ্যাশট্যাগ ব্যবহার করুন।
No comments:
Post a Comment